আড়াইহাজারে গৃহবধূকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার নাম কুলসুম আক্তার (১৮) ।

সোমবার সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত কুলসুম একই ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল হকের মেয়ে। তার স্বামী শাহ আলম ওই গ্রামের সুরুজ মিয়ার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

আড়াইহাজার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সজীব সরকার জানান, পারিবারিক কলহের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে। এ ঘটনায় শাহ আলমের বড় ভাই জলিল ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। তবে শাহ আলম পলাতক আছেন।

আড়াইহাজার থানা পুলিশের ওসি নজরুল ইসলাম বলেন, মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ।

আইএনবি/বিভূঁইয়া