আহত ভাইকে দেখে ছোট ভাইয়ের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উপজেলার জামতৈল পূর্ব বাজারে কামারখন্দে জমি সংক্রান্ত সংঘর্ষে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আহত বড় ভাইকে দেখে ছোট ভাই জহুরুল মন্ডলের (৫৫) মৃত্যু হয়েছে।

নিহত জহুরুল মন্ডল উপজেলার চরটেংরাইল গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে।

নিহতের বড় ভাই আহত নজরুল ইসলাম মন্ডল জানান, আমি প্রায় ৩ মাস পূর্বে চালা শাহবাজপুর গ্রামের মৃত গোলাম মওলা সরকারের ওয়ারিশিয়ানদের কাছ থেকে জামতৈল পূর্ব বাজারে একটি জমি ক্রয় করি। শনিবার সেই জমিতে ঘর নির্মাণ করতে গেলে চরটেংরাইল গ্রামের আলতাফ তালুকদার, জিন্নাহ তালুকদার ও ইসলাম তালুকদার দলবল নিয়ে আমাকে ঘর তুলতে বাধা প্রদান করে। এসময় তারা আমাকে সামনে পেয়ে কিল-ঘুষি মারলে আমার নাক দিয়ে পর্যাপ্ত রক্ত বের হতে থাকে। তখন আমার ছোট ভাই আমাকে আহত অবস্থায় দেখে মাটিতে পড়ে যায়। পরে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, জহুরুল মন্ডলের মৃত্যুর ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয়েছে বলে দাবি নিহতের পরিবারের।

আইএনবি/বিভূঁইয়া