আশুলিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সাভার প্রতিনিধি: আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১১টার দিকে ইপিজেড মহাসড়কে বাসচাপায় পিন্টু নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পিন্টু টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাচুরীয়া গ্রামের কাজী সাজেদ আলীর ছেলে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির জানান, টাঙ্গাইলের নগরপুর থেকে মোটরসাইকেলে করে মিরপুর যাচ্ছিলেন পিন্টু। রাতে আশুলিয়া-ইপিজেড সড়কের সরকার মার্কেট এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে সড়কে পড়ে যান তিনি। এসময় পেছন থেকে যাত্রীবাহী একটি বাস পিন্টুকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

তিনি আরও বলেন, নিহত পিন্টুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আইএনবি/বিভূঁইয়া