আ’লীগের ঢাকা উত্তর দায়িত্বে বজলুর-কচি

আইএনবি নিউজ: রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শনিবার (৩০ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা হয়েছে। উত্তরের সভাপতি হিসেবে শেখ বজলুর রহমান এবং এস এ মান্নান কচি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শেখ বজলুর রহমান আগের কমিটির সহসভাপতি এবং এস এ মান্নান কচি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন কমিটির নাম ঘোষণা করেন।

আইএনবি/বিভূঁইয়া