আর্জেন্টিনা টানা ১৮ ম্যাচে অপরাজিত

ক্রীড়া ডেস্ক: কোপা আমেরিকার চলতি আসরে আর্জেন্টিনা সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে । মেসির দল রয়েছে দারুণ ফর্মে । গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়ার পর সেমিফাইনালে জিতেছে ৩-০ ব্যবধানে।। আর্জেন্টিনার এই দুর্দান্ত ফর্ম চলছে গত দুই বছর ধরে। এই সময়ে ১৮ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা, একবারও দেখেনি হারের মুখ।

২০১৯ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে বির্তকিত হারের পর থেকে অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। স্কালোনির অধীনে শেষ ১৮ ম্যাচের ১১টিতেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা, ড্র করেছে বাকি সাতটিতে।

এই দুই বছরে তারা হারিয়েছে ব্রাজিলকেও। ২০১৯ সালের শেষের দিকে ব্রাজিলকে হারিয়ে সুপার ক্লাসিকো জিতেছে মেসিরা। ২০১৯ সালের ৩ জুলাই কোপার সেমিফাইনালে বির্তকিত হারটিই আর্জেন্টিনার সর্বশেষ পরাজয়।

এই দুই বছরে ব্রাজিলকে হারানোর পাশাপাশি হারিয়েছে উরুগুয়ের মতো দলকেও। খেলেছে জার্মানির বিপক্ষেও। তবু অপরাজিত মেসিরা। কোপা আমেরিকায় সামনের ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে জয়ের সংখ্যাটা বাড়ানোর সুযোগ রয়েছে তাদের সামনে। টানা ২০ ম্যাচে অপরাজিত থাকলে তো হয়ে যাবে কোপার চ্যাম্পিয়নও।

আইএনবি/বিভূঁইয়া