নিজস্ব প্রতিবেদক
শীঘ্রই আসছে তরুন সঙ্গীত শিল্পী আবু রায়হান অর্নবের “রওনক” শিরোনামের মিউজিক ভিডিওটি। নতুন এই মিউজিক ভিডিওটি দর্শকের মন জয় করবে বলে আশাবাদী এই তরুণ প্রতিভাবান শিল্পী।
ইতোমধেই গানের অডিও এবং ভিডিওর শুটিং শেষ করা হয়েছে। চমৎকার এই গানটি লিখেছেন এবং সুর করেছেন আবু রায়হান অর্নব নিজেই। গানটির মিউজিক করেছেন এম.এ রহমান। দারুন একটি গল্প নিয়ে সাজানো হয়েছে গানটির ভিডিওটি ।যেখানে মডেলিং করেছেন অর্নব নিজেই তার সাথে রয়েছেন ইসরাত জাহান। গানটি দেখা যাবে প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে।
গানটির ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন আর ক্যামেরার পেছনে ছিলেন সরকার কাওসার আহমেদ। এ প্রসঙ্গে সৌমিত্র ঘোষ ইমন বলেন ,” গানটি খুবই রোমান্টিক গান স্কুল ও কলেজ জীবনের প্রেম কাহিনী নিয়ে লেখা। আশা করছি দর্শকের গানটি খুবই ভাল লাগবে।আমরা গানটি শুটিং করেছি রাঙামাটির বিভিন্ন স্পটে ।
অন্যদিকে ভিডিও নির্মাণের বেলায় পরিচালক সৌমিত্র ঘোষ ইমন এবং তার ছোট ভাই নিলয় ভিডিওটি একটি রোমান্টিক ভাবে সাজিয়েছেন। সব ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে আসছে “রওনক” মিউজিক ভিডিওটি।