আবাহনীর হেলাল না ফেরার দেশে

স্পোর্টস ডেস্ক:সাবেক তারকা ফুটবলার গোলাম রাব্বানী হেলাল না ফেরার দেশে চলে গেলেন ।

শনিবার (৩০মে) সকালে ৬৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন ‘আবাহনীর হেলাল’।

হেলালের মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বড় ভাইয়ের ছেলে গোলাম কাইফি।

তিনি বলেন, হেলাল ভর্তি ছিলেন রাজধানীর স্কয়ার হাসপাতালে। ব্রেন স্ট্রোকের পর বাংলাদেশের ‘সোনালি প্রজন্মের’ এই ফুটবলারকে রাখা হয়েছিল লাইফ সাপোর্টে। কিন্তু অবস্থার উন্নতি আর হয়নি।

‘আবাহনীর হেলাল’ নামে পরিচিত গোলাম রাব্বানী বেশ কিছু দিন ধরেই ছিলেন অসুস্থ।

২০১৭ সালে তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। ব্যাংককে উন্নত চিকিৎসাও নিয়েছেন তিনি। এছাড়া কিডনির জটিলতার কারণে ডায়ালাইসিসও চলছিল তার।

আইএনবি/বি.ভূঁইয়া