ক্রীড়া ডেস্ক: জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান দ্বিতীয় বারের মতো কন্যা সন্তানের বাবা হয়েছেন । শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব আল হাসানের ব্যক্তিগত ম্যানেজার রাব্বি আমিন সোহান।
এর আগে সাকিব তার ফেসবুকের মাধ্যমে জানান, ছোট ভাই অথবা বোন পেতে যাচ্ছে তার কন্যা আলাইনা হাসান অব্রি।
২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ২০১৫ সালের ৮ নভেম্বর শিশিরের কোলজুড়ে আসে প্রথম সন্তান আলাইনা হাসান অব্রি।
আইএনবি/বিভূঁইয়া