আন্তর্জাতিক ডেস্ক:তালেবানদের হত্যা করা লক্ষ্য ছিল । কিন্তু নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় প্রাণ গেল অন্তত আট জন সাধারণ গ্রামবাসীর। যা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তানে। লিখিত বিবৃতি প্রকাশ করেছে তালেবান। আফগান সরকার তদন্তের আশ্বাস দিয়েছে। বিশেষজ্ঞদের বক্তব্য, তালেবানদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর যে শান্তিপ্রক্রিয়া শুরু হয়েছিল কয়েক মাস আগে, এই ঘটনার ফলে তা অনেকটাই ধাক্কা খেল।
ঘটনার সূত্রপাত বুধবার রাতে। আফগানিস্তানের পূর্ব প্রান্তে হেরাট প্রদেশ। সেখানে আদ্রাসকান জেলা তালেবান অধ্যুষিত। জেলার গভর্নর আলি আহমেদ ফকির ইয়ার জানিয়েছেন, বুধবার রাতে পর পর দুইটি এয়ার রেড হয়। বিমান থেকে একের পর এক বোমা ফেলা হয়। নিমেষের মধ্যে গোটা এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। তালেবান অধ্যুষিত ওই এলাকা ঘনবসতিপূর্ণ বলে জানা গিয়েছে। ফলে বিমান হামলায় বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্তত আট জন নিরীহ গ্রামবাসী। কয়েকজন তালেবান সেনা এবং কম্যান্ডারের মৃত্যুরও খবর পাওয়া গিয়েছে। তবে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, আটের চেয়ে অনেক বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।
ঘটনার পরে একটি লিখিত বিবৃতি প্রকাশ করেছে তালেবান। তাতে বলা হয়েছে, সম্প্রতি যে সমস্ত তালেবান জেল থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাওয়ার কথা ভাবছিল, এই ঘটনার পর তারা আবার হাতে অস্ত্র তুলে নেবে। তালেবান বিবৃতি অনুযায়ী ঘটনায় ১২ জন গুরুতর আহত হয়েছেন।
আফগান সরকারের একটি সূত্র জানাচ্ছে, বুধবারের বিমান হানায় শুধুমাত্র আফগান সেনাই যুক্ত ছিল। মার্কিন বাহিনী এতে অংশ নেয়নি। বস্তুত, আফগানিস্তানে অবস্থিত মার্কিন সেনা সূত্রও জানিয়েছে, বুধবারের ঘটনায় তারা যুক্ত নয়। এ দিকে আফগান সরকার জানিয়েছে, কী ভাবে সাধারণ মানুষের প্রাণ গেল, কতজন নিহত হয়েছেন, এই সমস্ত তথ্য তদন্ত করে দেখা হবে। দ্রুত সেই রিপোর্ট সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে। আফগান নিরাপত্তা বাহিনীর অবশ্য দাবি, বিমান হানা নয়, সাধারণ গ্রামবাসীর মৃত্যু হয়েছে ল্যান্ড মাইন বিস্ফোরণে। যা তালেবানরা পেতে রেখেছিল।
গত ফেব্রুয়ারি মাসে তালেবান নেতৃত্বের সঙ্গে অ্যামেরিকার শান্তি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী প্রায় পাঁচ হাজার তালেবান বন্দিকে মুক্ত করার প্রতিশ্রুতি দেয় অ্যামেরিকা। বদলে এক হাজার নিরাপত্তা বাহিনীর কর্মী এবং অফিসারকে মুক্তির প্রতিশ্রুতি দেয় তালেবান। এখনও সেই প্রক্রিয়া চলছে। আমেরিকা এবং আফগান নিরাপত্তা বাহিনী এখনও পর্যন্ত চার হাজার তালেবানকে মুক্তি দিয়েছে। তালেবান মুক্তি দিয়েছে ৫০০ বন্দিকে। বিশেষজ্ঞদের বক্তব্য, বুধবারের ঘটনায় সেই প্রক্রিয়ায় তাল কাটল।
আফগানিস্তানে স্বাধীন ভাবে কাজ করা মানবাধিকার সংগঠনের দাবি, ফেব্রুয়ারি মাসে শান্তি চুক্তির পরে দেশে মোট ৮৮০টি হিংসাত্মক ঘটনা ঘটেছে। যাতে নিহত হয়েছেন এক হাজার ২১৩ জন সাধারণ মানুষ। আহত হয়েছেন এক হাজার ৭৪৪ জন। তবে বুধবারের ঘটনা এই সমস্ত কিছু ছাপিয়ে গিয়েছে। নিরাপত্তা বাহিনীর বিমান হানা চলতি রাজনৈতিক পরিস্থিতির উপর যথেষ্ট প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।
ডয়েচে ভেলে
আইএনবি/বি.ভূঁইয়া