আফগানিস্তানে টিভি নাটকে নারী নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার টেলিভিশন নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করে নতুন আইন প্রকাশ করল । ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী নারী সাংবাদিক ও উপস্থাপকদের টেলিভিশনের পর্দায় হিজাব পরে উপস্থিত হতে হবে। যদিও হিজাবের ধরন সম্পর্কে কোনো নির্দেশনার উল্লেখ নেই।

তালেবান প্রশাসনের নতুন নিয়মের কথা আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচার করা হয়েছে। জানা গেছে, আটটি নিয়মের কথা বলেছে তালেবান। শরিয়া আইনের বিরুদ্ধে যায় এমন সিনেমা নিষিদ্ধ থাকার কথা বলা হয়েছে। এমনকি টেলিভিশন নাটকে পুরুষের অনাবৃত শরীর দেখানোও নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া কমেডি এবং বিনোদনমূলক আয়োজনে ধর্ম অবমাননা করা যাবে না। বিদেশি যেসব চলচ্চিত্র বিদেশি সংস্কৃতি তুলে ধরে, সেসব চলচ্চিত্র সম্প্রচার করা যাবে না।
সূত্র: বিবিসি।

আইএনবি/বিভূঁঁইয়া