আপিল বিভাগে ইব্রাহিম খালেদকে তলব

আইএনবি নিউজ: প্রধান বিচারপতির নেতৃত্বাধীন রোববার (১৬ ফেব্রুয়ারি) আপিল বেঞ্চ এ আদেশ দেন। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান (হাইকোর্টের নির্দেশে নিয়োগপ্রাপ্ত) বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের নিচে নয় এমন কর্মকর্তাকে ডেকেছেন আপিল বিভাগ।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের আর্থিক অবস্থার বিষয়ে ২৫ ফেব্রুয়ারি তারা আপিল বিভাগে হাজির হয়ে ব্যাখ্যা দিবেন। এর আগে এ মামলার ইস্যু নিয়ে আপিল বিভাগ মন্তব্য করেছিলেন, ব্যাংকগুলোর দুরাবস্থা দেখে আমরা চোখ বন্ধ করে বসে থাকতে পারিনা, এক এক করে ধরবো। ব্যাংকগুলো পরে যাচ্ছে, সরকার প্রতিবছর টাকা দিয়ে সার্ভাইভ করাচ্ছে। আমরা এক এক ধরবো।
চ্যানেল২৪

আইএনবি/বিভূঁইয়া