আপন চাচী ছুরি দিয়ে ১৬টি আঘাত করে শিশুর মৃত্যু নিশ্চিত করে

ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে দিহান নামে চার বছরের এক শিশুকে নিজ হাতে খুন করে তার আপন চাচী। রোববার উপজেলার পাইন্দং ইউনিয়নের ৭ নং ওয়ার্ড হাজী আবুল হোসেন বাড়িতে এঘটনা ঘটে।

শিশু দিহান ঐ এলাকার প্রবাসী দিদারের একমাত্র সন্তান।

পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে চাচী রেশমা আক্তারকে (২৫) বলেন, পারিবারিক শত্রুতার জেরে শিশুটিকে হত্যা করা হয়। তিনি শিশুটির শরীরে ১৬ টি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে, পরে শিশুটিকে কলাপাতা মুড়িয়ে পাশের লাকড়ি ঘরে লুকিয়ে রাখেন।

ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ বাবুল আক্তার বলেন, এ ঘটনায় নিহত শিশুর মা জনি আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত চাচী রেশমা আক্তারকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। চাচির স্বীকারোক্তিতে হত্যাকান্ডে ব্যবহ্নত ছুরিটি উদ্ধার করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া