আন্তর্জাতিক কমিশন গঠনের দাবি মসজিদে হারাম ও মসজিদে নববী রক্ষণাবেক্ষণে

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের প্রধান দুই মসজিদে হারাম ও মসজিদে নববীর রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক কমিশন বা প্রশাসন গঠনের দাবি উঠেছে। যে কমিশনে প্রত্যেক মুসলিম দেশের প্রতিনিধি থাকবে এবং ওই কমিশন পবিত্র দুই মসজিদের দেখাশোনা করবে। এ ব্যাপারে প্রচারণা শুরু করেছে আল-হারামাইন ওয়াচ নামে একটি বেসরকারি সংস্থা (এনজিও) । দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ এনে এমন দাবি তোলা হয়েছে। মিডল ইস্ট মনিটর,

খবরে বলা হয়, ইতোমধ্যে এই ক্যাম্পেইনকে সমর্থন দিয়েছেন প্রায় ১০০ মুসলিম স্কলার (আলেম) ও মানবাধিকার কর্মী। তাদের মূল লক্ষ্য হলো- মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও আরব অঞ্চল এবং ইউরোপের মুসলিম দেশ ও আমেরিকার মুসলিমদের মধ্যে পবিত্র দুই নগরী ও হজের ব্যাপারে সাম্প্রতিক সময়ে সৌদি সরকারের নেওয়া পদক্ষেপের ব্যাপারে সচেতনতা তৈরি করা। দ্য আর্মেনিয়া রিপোর্ট

আল-হারামাইন ওয়াচের মতে, সৌদি প্রশাসন আন্তর্জাতিক আইন এবং পবিত্র মক্কা ও মদিনা নগরীতে মুসলিমদের প্রবেশের অধিকার লঙ্ঘন করছে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি সরকার কিছু দেশ ও গ্রুপের মুসলমানদের হজ পালন ও দেশটি ভ্রমণের ক্ষেত্র সীমিত করেছে। যেমন- কাতার ও ইরানিদের হজ পালনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শাফাকনা ডটকম

আল-হারামাইন ওয়াচ সৌদি সরকারকেও এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার আবেদন জানিয়েছে।

আইএনবি/বিভূঁইয়া