আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্য গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলার ৩নং নোয়ান্নাই ইউনিয়নে রোববার (৮ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্য গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

এটিইউ’র পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু বই ও প্রচারণা সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানান মাহিদুজ্জামান।

গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালী সদরের পূর্ব দূর্গানগর গ্রামের মহিউদ্দিনের ছেলে মাহমুদুর রহমান সোহেল ওরফে মোহন (২৬), একই গ্রামের মো. নুর আলমের ছেলে মো. আব্দুল্লাহ কবির (২৫), হুমায়ন কবিরের ছেলে আরিফ হোসেন হৃদয় (২৩), কামাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২০)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুধারম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া