আদালত অবমাননা হবে বিএনপি আন্দোলনে নামলে

আইএনবি নিউজ: বুধবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে আসন্ন আওয়ামী লীগ সম্মেলনের মঞ্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যদি বিচার না মানে, আইন না মানে, আদালত না মানে, আদালতের রায়ের বিরুদ্ধে রাজপথে নামে, আমি মনে করি, তাহলে আদালত অবমাননা হবে। সেক্ষেত্রে আদালত স্বপ্রণোদিত হয়ে কিছু করে কী না সেটিই দেখার বিষয়।

বিএনপি নেতারা ঘোষণা দিয়েছেন ৫ ডিসেম্বর খালেদা জিয়ার কারামুক্তির না হলে আন্দোলনে নামার। এ প্রসঙ্গে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, আন্দোলনটা কার বিরুদ্ধে? আন্দোলনটা কি আদালতের বিরুদ্ধে? কারণ জামিন দেয়ার এখতিয়ার সরকারের নয়, আদালতের। তাহলে তারা আদালতের বিরুদ্ধে আন্দোলনে নামবে? সেটিই তো মনে হয়। সেটিই হচ্ছে মূল বিষয়। তাদের এ বক্তব্যের মাধ্যমে এটিই প্রমাণ হয় যে তারা আইন মানে না, আদালত মানে না, দেশের বিচার মানে না।

আইএনবি/বিভূঁইয়া