নিজস্ব প্রতিবেদক
মতিঝিলের ঐতিহ্যবাহী আজাদ বয়েজ ক্লাবের (২৪-২৬) সাল মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে বর্তমান সাধারণ সম্পাদক সাহেব আলী আকন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবুল কাশেম মন্টু। গত ১ ফেব্রæয়ারি ক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতি ক্রমে এ কমিটি অনুমোদন করা হয়। নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সদস্য আনোয়ার হোসেন মাখন। সুপারিশ করেন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাইনু ও ফকিরের পুল ইয়ংমেন্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদার।
৫১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন- সহ সভাপতি সালেহ আহমেদ কালা, কবির হোসেন মহৎ, নুরুজ্জামান মোল্যা, শফিকুল ইসলাম সজল, আহসান উল্লাহ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, শরীফ উদ্দিন শরীফ, আজিজুল বারী মানিক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন দুলু, সহ সাংগঠনিক সম্পাদক সাফওয়ান হোসেন, জাকির হোসেন, প্রচার সম্পাদক আজিজুল হক রাজু, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম উল্লেখযোগ্য।