বরগুনা প্রতিনিধি : শনিবার (২১ডিসেম্বর) সকালে তালতলী উপজেলার চরপাড়া গ্রামে আগুন পোহাতে গিয়ে সুগন্ধা রাণী (২৮) দগ্ধ হয়। শনিবার রাত সারে ৩টা দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে তার মৃত্যু হয়েছে।
উপজেলার চরপাড়া গ্রামের নিমাই শীলের কন্যা সুগন্ধা রাণী প্রচন্ড শীতে আগুন পোহানোর জন্য বাড়ির উঠানে রান্না করার চুলার মধ্যে খড় কুটা দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করতেছিলো। হঠাৎ সেই চুলার আগুন তার পড়নে থাকা জামা কাপড়ে লেগে তার সর্বাঙ্গ পুড়ে দ্বগ্ধ হয়ে যায়।
সুগন্ধার ডাক চিৎকারে স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে আশঙ্কা জনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করেন। সেখানে ভর্তি করার পরে শনিবার তার মৃত্যু হয়।
তালতলী থানার ওসি মো. শাহীনুর ইসলাম বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
আইএনবি/বিভূঁইয়া