আইএনবি নিউজ: রূপনগর বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে পানি সংকটের কারণে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (১১ মার্চ) দুপুরে ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন ও মেইনটেনেন্স লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগুনের খবর পাওয়ার পর পর্যায়ক্রমে আমাদের ২৫টি ইউনিট আসে। আগুন লাগার পর বস্তিবাসীরা বিভিন্ন আসবাবপত্র দিয়ে রাস্তা বন্ধ করে রেখেছিল। যে কারণে আমাদের গাড়ি ঢুকতে একটু সমস্যা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে প্রচুর পানি সংকট ছিল। যে কারণে আমাদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। আশপাশের বিভিন্ন ভবনের রিজার্ভ থেকে পানি নিয়ে আমরা কাজ করেছি। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে, ডাম্পিং চলছে।’
উল্লেখ্য, বুধবার (১১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর প্রায় পৌনে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ সময় ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করে।
আইএনবি/বিভূঁইয়া