নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকাল শুক্রবার রাতে পূর্বাচল উপশহরের ১১ সেক্টরের কুমারটেক এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আগুন লেগে তিন প্রতিবন্ধীসহ এক পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন—পূর্বাচল এলাকার মাসুম মিয়া (৪০), তাঁর প্রতিবন্ধী স্ত্রী সীমা বেগম (৩২) এবং প্রতিবন্ধী দুই সন্তান রাসেল (১৭) ও রহমত উল্লাহ্ (১০)।
পুর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত বলেন, রাত সাড়ে ৮টার দিকে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কম্পানির (ডেসকো) উচ্চ ভোল্টেজের তার ছিঁড়ে পল্লী বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে মাসুম মিয়ার ঘরের টিনের চালের ওপর পড়ে।
ফলে বিদ্যুতায়িত হয়ে সঙ্গে সঙ্গে ঘরে আগুন ধরে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা মাসুম মিয়া ও তার প্রতিবন্ধী দুই ছেলে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। গুরুতর দগ্ধ হন মাসুম মিয়ার স্ত্রী সীমা বেগম। তাঁকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির ঘটনার সততা স্বীকার করে বলেন, মরদেহগুলোর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া