আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আইএনবি নিউজ:  সরকারের এক বছর পূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ভাষণটি টেলিভিশন ও রেডিওতে সরাসরি সম্প্রচার হবে।

টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আছে আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী পদে রয়েছেন শেখ হাসিনা।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর ২০১৯ সালের ৭ জানুয়ারি নতুন সরকার গঠন করেন শেখ হাসিনা। বাংলাদেশে টানা এতদিন ক্ষমতায় থাকার রেকর্ড কারও নেই।

আইএনবি/এনএম