সিলেট সিলেট: ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। শুক্রবার রাত থেকে টানা বৃষ্টিতে জাফলংয়ের পিয়াইন নদে পানি বেড়ে গিয়ে বিপদ সীমার কাছাকাছি অবস্থান করছে।
এতে জাফলংয়ের পর্যটন কেন্দ্র এলাকার শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানও পানিতে নিমজ্জিত হয়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
শনিবার ভোরে পিয়াইন নদে আকস্মিক পাহাড়ী ঢল নামে। এতে করে পর্যটন কেন্দ্র জাফলংয়ের অনেক ব্যবসা-প্রতিষ্ঠানের পণ্যসামগ্রী পানিতে ভেসে যাওযায় ও সামগ্রী ভেজা অবস্থায় উদ্ধার করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। এতে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
আইএনবি/বিভূঁইয়া