চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে র্যাব। আটককৃত যুবকের নাম আমির চাঁদ (২৩)। সে নওগাঁর পোড়সা উপজেলার নারায়নপুর এলাকার তমিজ উদ্দিনের ছেলে।
শুক্রবার (২২ নভেম্বর) র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের রিফুজিপাড়া এলাকায় অভিযান চালায়।
এসময় ২টি পিস্তল, ৯ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিন, একটি মোবাইল ও নগদ কিছু টাকাসহ অস্ত্র ব্যবসায়ী আমির চাঁদকে আটক করা হয়।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আইএনবি/বিভূঁইয়া