আইএনবি নিউজ: রাজধানীর গাবতলী এলাকা থেকে র্যাব-৪ মো. শাহজালাল বুলেট (৩২), মো. নাসির (৩৫) ও মো. ফারুক হোসেন (২৮) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় পিস্তল, শুটারগানসহ বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ।
তিনি জানান, গতকাল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল দারুস সালাম থানার গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এক হাজার ৭১ বোতল ফেনসিডিল, ফেনসিডিল বহনের কাজে ব্যবহৃত ট্রাক, বিদেশি পিস্তল একটি, দেশীয় ওয়ান শুটারগান একটি, ম্যাগজিন একটি, গুলি দুই রাউন্ড, ফেন্সিডিল বিক্রির নগদ টাকাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মিজানুর রহমান জানান, আটককৃতদের নামে বিভিন্ন থানায় ১০টিরও বেশি মাদক মামলা রয়েছে। আসামিরা অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করতো না। কেউ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতো তারা।
র্যাব আরও জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে চাঁপাইনবাবগঞ্জ জেলা হতে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা জেলার আশুলিয়া, ডেমরা, সাইনবোর্ড এলাকাসহ বিভিন্ন জায়গায় পাইকারি বিক্রেতার নিকট বিক্রয় করে আসছিল। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া