ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলায় মঙ্গলবার রাতে ডাকবাংলার নাথকুন্ডু এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রাইসা গ্রামের জামাল উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম আশা (৩৫) ও জীবননগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সুলতান খানের ছেলে আশানুর রহমান (৩৮)।
র্যাব ৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে নাথকুন্ডু এলাকায় একদল সন্ত্রাসী অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাবের একটি অভিযানিক দল।
এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আসাদুল ইসলাম ও আশানুর রহমান নামের ২ জনকে। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়, ১ টি কাটা রাইফেল, ১ টি পিস্তল ও ২ রাউন্ড গুলি।
আটককৃতরা সন্ত্রাসী, তাদের নামে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, অপহরণসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। দুপুরে আটককৃতদের সদর থানায় সোপর্দ করা হয়।
আইএনবি/বিভূঁইয়া