অসুস্থ বাংলাদেশ, চিকিৎসা করবে কে?

বিশেষ প্রতিনিধি : ১৯৭১ এর পাক বিরোধী মুক্তি যুদ্ধের পর লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর মুক্তি পায়নি সোনার বাংলাদেশের সাধারণ মানুষ ! পদে পদে পদদলিত হয়ে, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতা ও স্বৈরশাসক দলের নিপীড়নে নিঃশেষ হয়ে ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ফ্যাস্টিস সরকারের পলায়ন ও অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণে কিছুটা স্বস্তি ফিরে পায় সাধারণ মানুষ ।

আসায় বাঁধে বুক, দেখে নতুন স্বপ্ন ! মাস গড়াতেই সে আশায় গুড়েবালি ভেঙে যায় স্বপ্ন । নিত্য পণ্যের বাজারে আগুন ! সাধারন অস্থির জনগন ব্যাকুল । এখনো দুর হয়নি হায়নার দল ! ছড়িয়ে ছিটিয়ে আছে শকুনের ডিম ! চিকিৎসা খাতের দুর্নীতি আরও প্রবল ও প্রলয়ঙ্করী ।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা!!! ৫২৬ নং ওয়ার্ড এর ওয়ার্ড বয় ও আয়া বুয়া যেন সেখানে খুলে বসেছেন তাঁদের ব্যবসার জায়গা ! One Stop Service এ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে ফিরে যায় ভর্তি রোগীর এটেনডেন্স একথা শুনে যে, এই টেস্টগুলি এই হাসপতালে হয় না ! প্রশ্ন করি- বিবেকহীন সেই চিকিৎসকদের, টেস্টগুলো দেয়ার সময় এই কথাটুকু বলতে কি মহাশয় মুখে ব্যথা হয় যে, টেস্ট গুলি এখানে হয় না – বাইরে থেকে করাতে হবে ?

বেসামাল! রোগী পরে থাকে মেঝেতে আর নার্স, ওয়ার্ড বয়, আয়া ব্যস্ত থাকে তাদের নিজ ধান্দায় ।

২৪ ঘণ্টা খোলা থাকে প্যাথলজি বিভাগ। ঝোলানো সাইনবোর্ড থাকলেও কাউন্টারে পাওয়া যায়নি কাউকে! ডক্টরস রুমে চলে FB, YouTube আর সোস্যাল মিডিয়ায় ঝড় । সব কিছু মিলিয়ে বাংলদেশকে অসুস্থ অবস্থায় ফেলে রাখতে চায় হায়না শকুন আর স্বৈর শাসক ও ফ্যাস্টিস এর দোসর । পরিশেষে বিবেকবানদের কাছে প্রশ্ন – অসুস্থ বাংলাদেশ, চিকিৎসা করবে কে?

আইএনবি/এআর/বিভূঁইয়া