ক্রীড়া ডেস্ক: আর্জেন্টাইন ফেন্সার মারিয়া বেলেন পেরেজ মাউরিসও অলিম্পিকের মতো বড় আসরে হেরে কষ্ট পেয়েছেন। তবে তার সেই কষ্টটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। হারের স্মৃতি ভুলে মারিয়া শুরু করতে যাচ্ছেন নতুন জীবন, সেটিও আবার ১৭ বছর ধরে তাকে কোচিং করানো লুকাস গুইলেরমো সোসেদোর সঙ্গে।
২০১০ সালেও শিষ্য মারিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কোচ সোসেদো। কিন্তু ক্যারিয়ারের মাঝপথে থাকায় কোচের প্রস্তাব প্রত্যাখ্যান করেন মারিয়া। তবে অলিম্পিকে হারার পর এবার আর কোচকে ফিরিয়ে দেননি তিনি।
টোকিও অলিম্পিকে ফেন্সিং ইভেন্টে মারিয়ার পথচলা শেষ হয়েছে হাঙ্গেরির আন্না মার্টনের কাছে ১৫-১২ ব্যবধানে হেরে। হারের পর নিজের শিষ্য মারিয়াকে বিয়ের প্রস্তাব দেন সোসেদো।
সোমবার সকালে সোসেদো প্রস্তাবের সিদ্ধান্ত নেন। ভেন্যুর একজন স্বেচ্ছাসেবককে দিয়ে চিরকুট লেখার জন্য এক টুকরো কাগজ আনান তিনি। এরপর সেখানে লেখেন, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’ এবার আর কোচকে হতাশ করেননি মারিয়া, ভুলে গেছেন হারের দুঃখও।
এ বিষয়ে বিশ্বের ২৭ নম্বর ফেন্সার মারিয়া বলেন, ‘আমি সব ভুলে গেছি, জানেন তো। আমি হ্যাঁ বলেছি, অবশ্যই সেটা বলতেই হতো।’
আইএনবি/বিভূঁইয়া