ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে পরিবহন শ্রমিকদের আকস্মিক আন্দোলনের কারণে সব দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে। একইসঙ্গে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটে যানচলাচলও। আর এই কর্মবিরতিকে ঘিরে আড্ডা ও খোশগল্পে মেতেছেন বাসচালক ও শ্রমিকরা।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে নগরের মাসকান্দা, পাটগুদাম বাসটার্মিনাল ও ত্রিশাল বাসস্ট্যান্ড ঘুরে এমন চিত্রই দেখা মেলে।
মাসকান্দা বাসস্ট্যান্ডে আলাপ হয় এনা পরিবহনের চালক সাইফুলের সঙ্গে। তিনি বলেন, ‘যে জরিমানা করা অইছে (হয়েছে) এইডা আমরা মানি না। চালকরা ইচ্ছা কইরা (করে) কিছু করে না। তাইলে এত টেহা (টাকা) দিমু কইত্তে (কোথা থেকে)। না খাইয়া বইয়া (বসে) থাকমু তাও আইন আগের মতো না করলে বাস চালাইতাম না।’
আইএনবি/বিভূঁইয়া