সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়া বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকার বিশমখাল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল হুদা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আইএনবি/বিভূঁইয়া