বিনোদন ডেস্ক:অভিনেত্রী অমৃতা রাও অনেকদিন ধরেই পর্দায় নেই। নিজেকে গুটিয়ে নিয়েছেন অনেক আগেই। স্বামী, সংসার নিয়ে বেশ ভালোই আছেন। এবার জানা গেলো, মা হতে চলেছেন এই বলিউড অভিনেত্রী।
কঙ্গনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ
ন’মাসের অন্তঃসত্ত্বা তিনি। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন এই খুশির খবর। পাশপাশি, অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে নিলেন এই সুখবর এতদিন লুকিয়ে রাখার জন্য।
স্বামী আর জে আনমোলের সঙ্গে ছবি পোস্ট করে অমৃতা লেখেন, ‘আপনাদের জন্য এটি দশম মাস। কিন্তু আমাদের কাছে এটি নবম মাস। সারপ্রাইজ সারপ্রাইজ… আনমোল এবং আমি অপেক্ষার নবম মাসে রয়েছি। আমাদের বন্ধু এবং পরিবারের সঙ্গে এই খবর ভাগ করে নিতে পেরে আমরা খুবই খুশি (এতগুলো দিন এই খবরটি লুকিয়ে রাখার জন্য আমরা খুবই দুঃখিত)। খবরটি সত্যি। খুব শীঘ্রই আমাদের সন্তান পৃথিবীতে আসতে চলেছে। আমাদের পরিবার, আনমোল এবং আমি একটি নতুন যাত্রা শুরু করতে শুরু করতে চলেছি। ধন্যবাদ এই পৃথিবীকে, ধন্যবাদ আপনাদের সবাইকে।’
আপাতত নায়িকা দিন গুনছেন প্রথম বার ‘মা’ ডাক শোনার।
আইএনবি/বিভূঁইয়া