বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজান ছোট ও বড় দুই পর্দায় । দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে নাটক, সিনেমার পাশাপাশি কাজ করেছেন বিজ্ঞাপনেও। তবে এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন এই অভিনেতা।
প্রথমবার পরিচালনা প্রসঙ্গে মাজনুন মিজান বলেন, ‘আমি মনে করি নাটক শুধু বিনোদনের নেওয়ার জায়গা না। এটা থেকে শিক্ষাও নিতে হবে। আমরা এখন অনেক দিক থেকে খারাপ সময় অতিক্রিম করছি। সেই দায় থেকে সচেতনা বৃদ্ধির জন্য আমি প্রথম নির্মাণে এসেছি। আমার প্রথম নির্মাণে আমি আমার টিমের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে সালাউদ্দিন লাভলু ও আবুল হায়াত আমাকে দারুণভাবে সহযোগিতা করেছেন।’
‘আমলকি’ টেলিছবিটিতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, দীপা খন্দকার, ফারাজানা ছবি প্রমুখ।
এই টেলিছবিটি নির্মাণের পাশাপাশি একটি শিক্ষামূলক এভি নির্মাণ করেন মাজনুন মিজান। যেখানে অভিনয় করেছেন আবুল হায়াত।
আইএনবি/বিভূঁইয়া