অন্তস্বত্ত্বা নারী ও শিশুকন্যাকে গলা কেটে হত্যার ঘাতক রাইজদ্দিন গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে ঘরে ঢুকে সাত মাসের অন্তঃসত্ত্বা নারী ও চার বছরের শিশুকন্যাকে গলা কেটে হত্যার ঘাতক হত্যাকারীকে রোববার রাতে অভিযান চালিয়ে পৌর এলাকার ভাল্লুককান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তার স্বীকারোক্তিতে চুরি যাওয়া টাকা ও খুনের সময় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। তার নাম রাইজদ্দিন (৩৬)।

শনিবার রাত ১২টার দিকে টাঙ্গাইল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভাল্লুককান্দী গ্রামে লোমহর্ষক এ ঘটনা ঘটে।

আইএনবি/বিভূঁইয়া