অন্তঃসত্ত্বা অবস্থায়ও স্ট্রং কারিনা

বিনোদন ডেস্ক:কারিনা আবারো মা হতে চলেছেন। অন্তঃসত্ত্বার বিভিন্ন ছবি কারিনা তার ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন। সম্প্রতি তিনি কিছু সেলফি তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।ক্যাপশনে তিনি লিখেছেন, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, তবুও তাকে বেশ স্ট্রং দেখাচ্ছে।

লক্ষ্য করলেই দেখা যাবে ছবিতে কারিনা একটি কাফতান পরে আছেন। বর্তমানে কারিনার ইনস্টাগ্রাম ফলোয়ার রয়েছে ৪৫ মিলিয়ন।

কারিনা কাপুর এবং সাইফ আলি খান তৈমুরের পর তাদের দ্বিতীয় সন্তানের আসার খবর আগস্টে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। সেখানে তিনি লিখেন ” আমাদের পরিবারে আরো একজন নতুন সদস্য আসছে জেনে আমরা অনেক খুশি। আমাদের শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।”

নিজের প্রথম গর্ভাবস্থার মতো এবারো কারিনা নিজেকে কাজে ব্যস্ত করলেন। তৈমুর জন্মের আগে কারিনা নিয়মিত শোবিজ ইভেন্টগুলোতে যোগ দিতেন। এমনকি ফ্যাশন উইকে র‌্যাম্পে হাঁটতেন।

আইএনবি/বি.ভূঁইয়া