অনির্দিষ্টকালের পিরোজপুরে বাস ধর্মঘট

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলা সোমবার সকাল থেকে জেলার সব রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে।

বাস মালিক সমিতির সদস্য সচিব নিজাম উদ্দিন মোল্লাকে (৫৫) কুপিয়ে জখমের প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে হঠাৎ করেই বাস ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন সাধারণ যত্রীরা। সকাল থেকেই বন্ধ রয়েছে সব দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল।

রোববার রাতে শহরের মাছিমপুর এলাকার সার্জিক্যাল ক্লিনিকের সামনে নিজাম উদ্দিন মোল্লার ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা পুলিশ সুপার (এসপি) হায়াতুল ইসলাম খান বলেন, নিজাম উদ্দিন মোল্লাকে কুপিয়ে জখমের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে গ্রেফতারের চেষ্টা চলছে। বাস ধর্মঘট প্রত্যাহারের জন্য সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করা হবে। ঘটনার পর টার্মিনাল এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া