মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার মাজদিহি ও মৌলভী চা বাগানের মধ্যখানে একটি গভীর খাদ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, নিহতের গলায় ও বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর আসল কারণ জানা যাবে। মৃতদেহের পরিচয় শনাক্ত করা না গেলেও ধারণা করা হচ্ছে একদিন আগের হবে।
তিনি আরো জানান, চা শ্রমিকরা শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে মৌলভী চা বাগানের ৮নং সেকশন ও মাজদিহির মধ্যবর্তী সরকারি খাস ভূমিতে অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পেয়ে বাগান ম্যানেজারকে খবর দেওয়া হলে পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের হাতে ইংরেজিতে ‘রুমা’ ও ‘আর+পি’ লিখা ছিলো বলেও পুলিশ জানায়।
আইএনবি/বিভূঁইয়া