অজ্ঞাত ব্যক্তির চার টুকরা লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটির হাট বাজারের চাকিরপশার ইউনিয়ন স্বাস্থ্য ও প. প. কেন্দ্রের পাশে একটি ডোবা থেকে দেহবিহীন এক অজ্ঞাত যুককের চার টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ওই ডোবার পাশে অবস্থিত একটি পরিবারের লোকজন লাশের খণ্ডিত হাত দেখতে পেয়ে চিৎকার দেয়।

চিৎকার শুনে লোকজন ছুটে এসে বিছিন্নভাবে আলাদা আলাদা হাত, মাথা ও দেহ দেখতে পায়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের খণ্ডিত ২ হাত, মাথা ও ১টি পা উদ্ধার করে।

তবে অপর একটি পা ও বাকি দেহ পাওয়া যায়নি। এসময় লাশের পাশে একটি লাল রংয়ের ভেনেটি ব্যাগ, নীল রংয়ের কাপড়ের ব্যাগসহ ব্যাগের ভিতরে মোবাইল নম্বরসহ কাগজের চিরকুট, একটি গারো নীল রংয়ের চেক লুঙ্গি পাওয়া যায়। এছাড়া লাশের মাথাটি একটি লাল গেঞ্জি দিয়ে মোড়ানো ছিলো।

ছিন্ন মাথাটির মুখ মণ্ডল দেখতে গোলাকার এবং খোঁচা খোঁচা দাঁড়ি আছে। ঢাকা থেকে সিআইডির একটি দল ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

খবর পেয়ে কুড়িগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, রাজারহাট থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য, সোমবার কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদের পাশে শুধু একটি কাঁটা পা পুলিশ উদ্ধার করলে বিষয়টি শহর জুড়ে আলোড়ন সৃষ্টি হয়।

এঘটনার পরদিন মঙ্গলবার সকালে কুড়িগ্রাম-রাজারহাট সীমান্তবর্তী নাককাটির হাট এলাকায় লাশের টুকরোগুলো পাওয়া যায়।

আইএনবি/বিভূঁইয়া