অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাংশা গ্রাম থেকে একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে কাংশা গ্রামের একটি ভুট্টাক্ষেতে এক নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নারীর পরনে সেলোয়ার-কামিজ ও বোরকা ছিল। তার বয়স ৩০ থেকে ৩৫ হবে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।

আইএনবি/বিভূঁইয়া