অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় বাঙ্গালী নদী থেকে শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে মধুপুর ইউনিয়নের নামাজখালী এলাকা থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার সকালে স্থানীয় লোকজন নদীর পাড়ে বোরকা পড়া এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয়। খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে পরিচয় শনাক্ত করা যায়নি।

সোনাতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদ জানান, অজ্ঞাত ওই তরুণীর বয়স আনুমানিক ২২ বৎসর হবে। শরীরের কোনো আঘাতের চিহ্ন না থাকলেও একটি চোখ এবং নাকে ক্ষত বিক্ষত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে শিয়াল কামড়ে ক্ষতবিক্ষত করেছে।

আইএনবি/বিভূঁইয়া