আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১২ টা ৩০ মিনিটে মিসিসিপির ক্লিনটন শহরের একটি বাড়িতে আগুন লেগে মা’সহ তার ছয় সন্তান মারা গেছে। এ ঘটনা ঘটে।
মিসিসিপি কর্তৃপক্ষের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।
বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, মিসিসিপির রাজধানী জ্যাকসন থেকে ১০ মাইল দূরে ক্লিনটন শহরে কাঠের কাঠামোর একটি বাড়িতে আগুন লেগে মা’সহ তার ছয় সন্তান নিহত হয়েছেন। নিহতের পাঁচজন ছেলে শিশু ও একজন মেয়ে শিশু। এছাড়া নিহতের মধ্যে এক বছর বয়সী এক শিশুও রয়েছে। এ ঘটনায় শুধুমাত্র শিশুদের বাবা বেঁচে যায়। তবে তিনিও অগ্নিদগ্ধ হয়েছেন।
আগুনের কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে মিসিসিপি কর্তৃপক্ষ। তবে স্থানীয় কর্তৃপক্ষ আমেরিকার সংবাদ মাধ্যমগুলোকে জানায়, বৈদ্যুতিক ত্রুটির কারণে এই অগিকাণ্ড ঘটতে পারে।
বাড়িটির প্রতিবেশীরা আমেরিকার সংবাদ মাধ্যম এনবিসিকে জানায়, তারা সত্যিই ভাল লোক ছিল। তাদের মৃত্যুতে আমরা শোকাহত।
মিসিসিপির দমকল বাহিনীর প্রধান জেফ ব্ল্যাকল্যান্সের জানান, পাঁচজনকে শিশুকে এক রুমে পাওয়া যায়। আর মা ও অন্য শিশুকে এক রুমে পাওয়া গেছে। পরিবারের সবাইকে বাঁচানোর গিয়ে তাদের বাবা আহত হয়েছেন। এছাড়া আগুন নেভাতে দমকল বাহিনীর ৪০ মিনিট সময় লাগে।
আইএনবি/বিভূঁইয়া