অক্ষয়-নূপুর ‘ফিলহাল টু’ নিয়ে ফিরছেন

বিনোদন ডেস্ক:মিউজিক ভিডিও ‘ফিলহাল’-এর দারুণ সফলতার পর এবার ‘ফিলহাল টু’ নিয়ে ফিরছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন অক্ষয় কুমার। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আরও একটি মেলোডি নিয়ে গল্প এগিয়ে যাবে ‘ফিলহালপার্টটু।’

জানা গেছে- আগের মতো এবারও বলিউডের এই অভিনেতার সঙ্গে দেখা যাবে অভিনেত্রী কৃতি শ্যাননের ছোট বোন নূপুর শ্যাননকে। নতুন গানটিতেও কণ্ঠ দেবেন বি প্রাক।

গত বছর নভেম্বরে ইউটিউবে প্রকাশ পেয়েছিলো ‘ফিলহাল’। এতে কণ্ঠ দিয়েছেন বি প্রাক। এর বর্তমান ভিউ ৫৪০ মিলিয়ন।

আইএনবি/বিভূঁইয়া