৫শ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে মাদক বিরোধী অভিযানে ৫০০ বোতল ফেনসিডিলসহ সোলাইমান (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দিনাজপুর র‌্যাব-১৩।

আটককৃত মাদক ব্যবসায়ী দিনাজপুর সদর কোতোয়ালি থানার ফকিরপাড়ার (বড়বন্দর) গ্রামের আব্বাস আলীর ছেলে ।

র‌্যাব-১৩ জানায়, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কোতোয়ালি থানার ফকিরপাড়া গ্রামে ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল মজুদ রয়েছে। দিনাজপুর র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেনের নেতৃত্বে র‌্যাব একটি দল সোলাইমানের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ৫০০ বোতল ফেনসিডিলসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামীর সোলাইমানের বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে।

আইএনবি/বিভূঁইয়া