কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা ছত্রখিল পুলিশ ফাঁড়ি বিশেষ অভিযান চালিয়ে চাঁনপুর ব্রীজের উত্তর পাড় থেকে ২০৫ বোতল স্কার্প সিরাপ ও ১৫ বোতল ফেনসিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গতকাল রাত আনুমানিক সাড়ে ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ছত্রখিল পুলিশ ফাঁড়ির এসআই তপন কুমার বাকসীর নেতৃত্বে এএসআই মাসুদ রানা, জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার চাঁনপুর ব্রীজের উত্তর পাড়ে ব্যাটারি চালিত একটি অটোরিক্সা আটক করা হয় ।
এ সময় যাত্রী বেশে অটোতে থাকা ৩ জনকে তল্লাশি করে ৫টি বাজারের ব্যাগের ভিতর থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ২০৫ বোতল স্কার্প সিরাপ ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
আটক আসামি রেইসকোর্স এলাকার শিউলি তার স্বামী মহিউদ্দিন ও শাসনগাছার রাবেয়া। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ।
আইএনবি/বিভূঁইয়া