আইএনবি নিউজ:রাজধানীর বিমানবন্দর থানাধীন কাওলা এলাকা থেকে মোহাম্মদ হোসেন ভুট্টু (৪৯) ও মো. জাহেদ (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে ১৮ হাজার ৪৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে র্যাব-১ এর এএসপি কামরুজ্জামান জানান, র্যাব-১ এর একটি দল গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে বুধবার (১ জানুয়ারি) রাতে কাওলা এলাকায় অভিযান চালায়। এ সময় ১৮ হাজার ৪৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন ও নগদ সাত হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আইএনবি/বিভূঁইয়া