নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলা মাধবদীর মেহেরপাড়া ইউনিয়নের কুড়েরপার গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাতে নানীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগে নাতি পলাশ (১৮) কে আটক করেছে পুলিশ।
নিহত বৃদ্ধা ফুলমালা (৭০) একই গ্রামে সুন্দর আলীর স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, ঘাতক পলাশের দুই বছর বয়স থাকাকালিন তার বাবা আমিনুল ইসলামের এর সাথে মায়ের বিচ্ছেদ হয়। পরে নানীর আশ্রয়ে পলাশকে লালন-পালন করে। পলাশ মাঝে মাঝে গভীর রাতে বাসায় আসতো এতে নানী প্রায়ই তার প্রতি ক্ষিপ্ত হতো।
ঘটনার রাতে নানী ও নাতির কথা কাটাকাটির এক পর্যায়ে নাতি পলাশ নানীকে হাতুড়ি দিয়ে উপর্যপুরি আঘাতে নানী অচেতন হয়ে যায়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানিয়েছেন, প্রাথমকি জিজ্ঞাবাদে আটক পলাশ জানিয়েছে রাত সাড়ে ১১টার দিকে বাসায় ফিরে খাবার চাইতে গেলে নানীর সাথে বাগবিতন্ডা হয়। একপর্যায় পলাশ ক্ষিপ্ত হয়ে হাতুড়ি দিয়ে নানীর মাথায় আঘাত করে। পরে ঘটনাস্থলেই মারা যায় ফুলমালা বেগম।
পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয় ও আটক পলাশের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
আইএনবি/বিভূঁইয়া