হাটহাজারীতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: হাটহাজারী পৌর সদরে বুধবার (১১ নভেম্ভর) পৌরসভার পূর্ব দেওয়ান নগর এলাকার জসিমের ভাড়া বাসা থেকে সুমাইয়া আকতার নাবিহা (১৩) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

ওই কিশোরী ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার হলুদিয়া গ্রামের রোজি আহম্মদের বাড়ির মো. তারেক আজিজের পালিত মেয়ে। গত কয়েকদিন আগে তার পরিবার জসিমের ভাড়া বাসায় আসে। কিশোরীটি মানসিক ভারসাম্যহীন ছিল বলে তার পরিবারের দাবি।

থানা সূত্রে জানা যায়, বিকেলে পূর্ব দেওয়ান নগর এলাকার স্থানীয় কয়েকজন ব্যক্তি থানায় খবর দিলে এস আই আরিফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে একটি টিনসেট ঘর থেকে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে সার্বিক তথ্য নিয়ে লাশের সুতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চমেক প্রেরণ করেন। তবে কিশোরীটি দীর্ঘ ৫ বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিল বলে পরিবারের দাবি।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম সত্যতা স্বীকার করে বলেন, কিশোরীর লাশ উদ্ধারের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া