সিলেট প্রতিনিধিঃ শনিবার সকাল ১০টার দিকে দু’টি নম্বর থেকে অন্তত ২০বার কল করে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় সিসিকের জনসংযোগ কর্মকর্তা মো. শাহাব উদ্দিন শিহাব কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।যার নং (নম্বর ২১৯০)। সেই সঙ্গে নিরাপত্তা চেয়ে এসএমপি পুলিশ কমিশনারের কাছে আবেদন করা হয়েছে তিনি।
আইএনবি/বিভূঁইয়া