আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল সাইবার হামলায় শিকার হয়েছে । এ ঘটনায় দেশটির বেশ কয়েকটি জরুরি হটলাইন নম্বরের সেবা সাময়িক সময়ের জন্য বিঘ্ন ঘটে।
এই সাইবার হামলায় প্যারামেডিক পরিষেবাগুলোর পাশাপাশি ফায়ার ব্রিগেডের জরুরি নাম্বারের সেবাও বিঘ্নিত হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
টাইমস অব ইসরায়েল এবং অন্যান্য নিউজ আউটলেট অনুসারে, পুলিশ জানিয়েছে- একটি অজানা ‘ত্রুটি’র কারণে সাময়িক সময়ের জন্য জরুরি নাম্বারের পরিষেবায় বিঘ্ন ঘটেছে।
জেরুজালেম পোস্ট এক এক্স বার্তায় জানিয়েছে, “ইসরায়েলে জরুরি পরিষেবাগুলো- যেমন: ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ), পুলিশ এবং ফায়ার ডিপার্টমেন্টের পরিষেবায় সম্ভাব্য সাইবার হামলার কারণে ত্রুটি দেখা দেয়।”
যদিও এটি আসলে সাইবার হামলা ছিল কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
উল্লেখ্য, এমডিএ হল ইসরায়েলের জাতীয় জরুরি চিকিৎসা, দুর্যোগ, অ্যাম্বুলেন্স এবং ব্লাড ব্যাংক পরিষেবা।
গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রায় এক ঘণ্টা ধরে চলা এই বিপর্যয়ের মাঝেও কিছু জরুরি পরিষেবায় ব্যাকআপ নম্বরের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হয়েছে।
সূত্র: আল জাজিরা
আইএনবি/বিভূঁইয়া