সব আন্ত:নগর ট্রেন ৩০ আগস্টের মধ্যে চালু হবে : রেলমন্ত্রী

আইএনবি নিউজ: রোববার (১৬ আগস্ট) সকালে সাংবাদিকদের রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেন, সব আন্ত:নগর ট্রেন ৩০ আগস্টের মধ্যে চালু হবে। যমুনা টিভি ও জাগোনিউজ

তিনি বলেন, কালোবাজরি বন্ধের জন্যই অনলাইনে ট্রেনের টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে সরকার।

ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন রুটে এই ১৩ জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেন চলাচলের সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে কমলাপুর স্টেশন পরিদর্শনে এসেছেন রেলমন্ত্রী।

কোভিড পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় কিছু মালবাহী ট্রেন চলাচল অব্যাহত ছিল। গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তনগর ট্রেন চালু করা হয়। ৩ জুন দ্বিতীয় দফায় আরও ১১ জোড়া আন্তনগর ট্রেন বাড়ানো হয়। তবে কিছুদিন পর যাত্রী সংকটে দুই জোড়া ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আইএনবি/বি.ভূঁইয়া