শ্রীলঙ্কাকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিতে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ষষ্ঠ আসরের প্রথম ম্যাচেই ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরেছিলো জামাল ভূঁইয়ারা। টুর্নামেন্টে টিকে থাকতে গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের বিকল্প কিছুই ছিলো না লাল-সবুজের সেনাদের। অধিনায়ক জামালকে ছাড়াই শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে স্বাগতিকরা। আগামী বৃহস্পতিবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বুরুন্ডির মুখোমুখি হবে বাংলাদেশ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লঙ্কানদের বিরুদ্ধে দুর্দান্ত খেলে জেমি ডের শিষ্যরা। প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে দুটি গোল করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও আক্রমণাত্মক রূপ ধারণ করে বাংলাদেশ। দ্বিতীয় গোল পেতেও তাই অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৬৪ মিনিটে মাঝ মাঠ থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় লঙ্কান গোলরক্ষককে ফাঁকি দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করে বাংলাদেশকে আবারও আনন্দে ভাসান মতিন। এরপর ৮৩ মিনিটে তৃতীয় গোলটি করে দলের বড় জয় নিশ্চিত করেন মোহাম্মদ ইব্রাহিম। শেষ দিকে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তপু বর্মণ।

আইএনবি/বিভূঁইয়া