আইএনবি ডেস্ক: লিবিয়ায় ড্রোন হামলায় নিহত তিন কর্মীর মরদেহসহ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০.৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরেছেন ১৫২ বাংলাদেশি।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায়, বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে এবং বিশেষত আইওএম এর সক্রিয় সহায়তায় একটি চার্টার্ড ফ্লাইটে মিসরাতা বিমানবন্দর থেকে তারা দেশে ফেরেন।
বিমানটিতে ভূমধ্যসাগর থেকে উদ্ধারকৃত এবং ত্রিপলীতে ড্রোন হামলায় মারাত্মকভাবে আহত ১০ জন প্রবাসীসহ মোট ১৫২ জন বাংলাদেশি রয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।
আইএনবি/বিভূঁইয়া