লাথির আঘাতে অন্তঃসত্ত্বার গর্ভের বাচ্চা নষ্ট, গ্রেপ্তার ১

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারিতে প্রতিপক্ষের লাথির আঘাতে এক অন্তঃসত্ত্বা নারীর গর্ভের বাচ্চা নষ্ট হওয়া মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে সরোয়ার খা নামের ওই আসামিকে গ্রেপ্তার করে বোয়ালমারি থানা পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার পরমেশ্বরদী গ্রামের রাসেল কাজী এবং রিপন মিয়ার মধ্যে জমিজমা নিয়ে পূর্ব থেকেই বিরোধ চলছিলো। এর জেরে গত ২৭ নভেম্বর দুপুরে সরোয়ার খার নেতৃত্বে রিপন মিয়ার ১৫ সমর্থকের বাড়িঘর ভাংচুর করা হয়। এ সময় ভাঙচুরে বাধা দিতে গেলে অহিদ মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী শিউলি বেগমের ওপর হামলা হয়। এতে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় ।

বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ওই দিন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাকিলা আজাদ বলেন, আল্ট্রাসনোগ্রাফ রিপোর্ট অনুযায়ী জানতে পারি ওই মহিলার পেটের বাচ্চা নষ্ট হয়েছে। তবে আঘাতে কি-না বিষয়টি স্পষ্ট নয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের লাথির আঘাত অন্তঃসত্ত্বা এক নারীর সন্তান নষ্ট হওয়ার ঘটনায় মামলা হয়। ওই মামলায় এক পালাতক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আইএনবি/বিভূঁইয়া